সাগর আহমেদ বিশেষ প্রতিনিধি : পরাধীন মুক্ত দেশ স্বাধীনে অবদান থাকলেও হবিগঞ্জের বাহুবলে আদিবাসী সম্প্রদায়ের ১৭জন মুক্তিযোদ্ধা অধিকার হতে বঞ্চিত রয়েছেন। গেজেটে নামের তালিকা ও সনদ নাম্বার না থাকায় জটিলতায় ভোগছেন। এরমাঝে কেউ নেই আবার কেউ আছেন।
জানা যায়, ১৯৭১ সনে কমান্ডেন্ট মানিক চৌধুরীর নেতৃত্বে বাহুবলের কালিগজিয়া আদিবাসী সম্প্রদায়ের সঞ্জয়,মহেন্দ্র,গোবিন্দ্র,সোনামনি,দেবেন্দ্র,ব্রজেন্দ্র,দিনেশ,রাজপদ্ধ,ভদ্রমনি,জতিন্দ্র,বিনয়, সচিন্দ্র,ইন্দ্রমণি,হরেন্দ্র, বিদু, গুনমনি,গোপাল দেব বর্মা সহ ১৭জন ব্যক্তি স্বাধীনতা সংগ্রামে ঝাপটে পড়েন।
দেশ স্বাধীনে তাদের আত্মনিয়োগ ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে কালিগজিয়ায় স্মৃতিস্তম্ভতে নামগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু সনদ নাম্বার ও গেজেটে তাদের নামে তালিকায় নাম নেই। যার কারণে মুক্তিযোদ্ধা অধিকার থেকে বঞ্চিত হতে হয়েছে।
এমতাবস্থায় ১৭জনের মাঝে সঞ্জয়,মহেন্দ্র,গোবিন্দ, ব্রজেন্দ্র,দিনেশ,রাজপদ্ধ ও সচিন্দ্র ছাড়া বাকিরা মারা যান। তবেঁ নানান জটিলতার কারনে তারা আজও মুক্তিযোদ্ধা স্বীকৃতি লাভ করতে পারছেন না।
এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা জানান, বিষয়টি অবগত নন। তবুও এ বিষয়টি দেখছেন। সাজন দেব বর্মা জানায়,তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা কিংবা মুক্তিযোদ্ধা সন্তান দাবী করতে পারছেন না।