1. admin@notunkurisylhet.com : notun :
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে দুই যুবক কে আটকের পর পুলিশে সোপর্দ আত্রাইয়ে আমন ধানের বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি বানিয়াচংয়ে সেনাবাহিনীর অভিযানে ৮০ বছরের মাদক ব্যাবসায়ী স্বামী স্ত্রী গ্রেফতার জুড়ীতে এক অসহায় পরিবারের  উপর হামলা ভাঙচুর  করে পৈত্তিক বিটা থেকে উচ্ছেদের অভিযোগ অপরাধমূলক কার্যক্রম বন্ধে তাহিরপুরে বিজিবির সচেতনতামুলক সভা এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কৃর্তক সাংবাদিক সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মো: শাহ আলম আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা বানিয়াচংয়ে গভীর রাতে সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে ওএমএসের ৭৪ বস্তা চাউল জব্দ, আটক ২

বাহুবলে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্টের আবেদন আলমগীরের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার

সাগর আহমেদ বাহুবল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৯৫ বার পঠিত

সাগর আহমেদ বিশেষ প্রতিনিধি: বাহুবল উপজেলার মিরপুরে মানব পাচারকারী চক্র বোপরোয়া হয়ে ওঠেছে। এ চক্রের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার সরলমনা লোকজন। আলমগীর নামের এক যুবক এলাকার নারীদের সৌদি আরবে পাঠানোর নামে পাসপোর্ট তৈরি ও এনআইডি কার্ড নিয়ে শুরু করেছে তুঘলকি কান্ড। সেবা প্রত্যাশীদের পাসপোর্ট প্রসেসিং এর জন্য তৈরি করে   ভুয়া এনআইডি কার্ড। এতে চরম বিড়ম্বনায় পড়ছেন সেবা প্রত্যাশী ছাড়াও ভেরিফিকেশন সংশ্লিষ্টরা।

 

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার মিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হরিপাশা গ্রামের বাসিন্দা আরজু চৌধুরী ওরফে মোঃ আরজু মিয়া তার মেয়ের এনআইডি কার্ড  বানানোর জন্য একই ওয়ার্ডের স্বর্ণরেখ গ্রামের সেলিম মিয়ার পুত্র মোঃ আলমগীরের দ্বারস্থ হন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেন।

 

কিছুদিন পর পর এনআডি হয়েছে কি না জানতে চাইলে দেই দিচ্ছি করে কাল ক্ষেপন করতে থাকে আলমগীর।

 

এর কিছুদিন পর সুলতানা আক্তার নামে এক মেয়ের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বাহুবল থানার এসআই শাহ আলম মিরপুর আসেন এবং ওয়ার্ড মেম্বার মোঃ ফুল মিয়াকে সাথে নিয়ে আরজু মিয়ার বাড়িতে যান। সেখানে গিয়ে সুলতানা আক্তার নামে এক মেয়ের পাসপোর্টের ভেরিফিকেশন করার জন্য।

 

এ সময় তিনি জানতে পারেন সুলতানা আক্তার নামে আরজু মিয়ার কোন মেয়ে নাই। বিষয়টি নিয়ে সন্দেহ হলে আরজু মিয়া দালাল মোঃ আলমগীরকে তার মেয়ের এনআইডি কার্ড তৈরি করার করার ব্যাখ্যা চান।

 

এসয় তিনি তাকে পিতা ও তার স্ত্রীকে মাতা বানিয়ে সুলতানা আকতার নামে এক মেয়ের এনআইডি কার্ড কেন বানিয়েছ প্রশ্ন করেন। ( পাসপোর্টের আবেদনের এপ্লিকেশন আইডি নং- 4109-000107147 বলে জানান। এব্যাপারে মোঃ আলমগীর বলে, এটা কোন ব্যাপার না।

 

অপরদিকে  মোঃ আরজু মিয়া বলেন,”আমি ও আমার স্ত্রীকে পিতা মাতা বানিয়ে সুলতানা আক্তার নামের এক মেয়ের ভুয়া এনআইডি বানিয়েছে আলমগীর। এই মেয়েকে আমরা চিনিনা। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আলমগীর বিদেশে নারী গৃহকর্মী পাঠানোর কাজ করে আসছে।

 

এ ব্যাপারে মোঃ আরজু মিয়া বাদী হয়ে ২৪ নভেম্বর বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting