শেখ জাহান রনি মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ছুরি আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের সময় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো, জদীশপুর ইউপির দক্ষিণ বেজুড়া গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ সামছু মিয়া। নোয়াপাড়া ইউপির ইটাখোলা গ্রামের হারিছ মিয়া ছেলের মোঃ মান্নান মিয়া, ছাতিয়াইন ইউপির মিজান লস্করের ছেলে মোঃ তারেক লস্কর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আনুমানিক রাত ১০ ঘটিকায় শাহজীবাজার গ্যাস ফিল্ডের মোড় থেকে ছিনতাইকারীরা শাহপুর নতুন বাজারে যাওয়ার কথা বলে অটোরিকশা রিজার্ভ করে। পরে শাহজীবাজারের মমতাজ মাজার এলকায় পৌঁছালে ছিনতাইকারীর ধারালো ছুরি প্রদর্শন করে চালককে ছুরি আঘাত করে রক্তাক্ত জখম করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়।
ছিনিয়ে নেওয়ার পর অটোরিকশা চালকের ডাক চিকিৎকার শুনে আশেপাশের মানুষ এসে পুলিশ কে সংবাদ দিলে এসআই মানিক ও এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়। ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় অটোরিকশা ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো ২টি ছুরি ও পাটের সুতলি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ শুক্রবারে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।