1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

হত্যা মামলায় আটক বাহুবলের মাদ্রাসা ছাত্র জুনাইদ আলিম পরিক্ষা দিচ্ছে সিলেট কারাগারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: হত্যা মামলায় আটক বাহুবলের মাদ্রাসা ছাত্র জুনাইদ আলিম পরিক্ষা দিচ্ছে সিলেট কারাগারে। ইতিমধ্যে ১১টি বিষয়ের পরিক্ষা সম্পন্ন করেছে সে। জুনাইদ মিয়া বাহুবলের দ্বিমুড়া গ্রামের সানু মিয়ার পুত্র।

গত ১৪ আগস্ট সন্ধ্যায় মিরপুর তিতারকোনা পয়েন্টে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় দ্বিমুড়া গ্রামের প্রবাসী তাহির মিয়ার পুত্র মোঃ আলম মিয়া। এ ঘটনায় দায়ের করা মামলায় জুনাইদ মিয়াকেও আসামী করা হয়। পরে আসামীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। হাইকোর্টের আদেশ মতে নিম্ন আদালতে হাজির হলে আসামি জুনাইদ মিয়াকেও কারাগারে প্রেরণ করা হয়।

 

এদিকে জুনাইদ মিয়া আলিম পরিক্ষার্থী হওয়ায় আদালতের নির্দেশে কারাগারে পরিক্ষার ব্যবস্থা গ্রহণ করে কারা কর্তৃপক্ষ। গত ৬ আগস্ট হতে এ পরিক্ষায় অংশ গ্রহন করে ১০ বিষয়ে পরিক্ষা সম্পন্ন করেছে জুনাইদ। সে সিলেট সোবহানীঘাট হযরত শাহজালাল রহঃ) দারুসসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার নিয়মিত ছাত্র এবং সিলেট আলিয়া মাদ্রাসা কেন্দ্রের অধীনে পরিক্ষা দিচ্ছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting