মোঃ মিজানুর রহমান চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিআরডিবির উদ্যোগে রবি শস্যের সরিষা বীজ ও চারা বিতরণ করা হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা বিআরডিবি অফিস হলরুমে উক্ত প্রনোদনা বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা দ্বীপক কুমার চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, চুনারুঘাটের নবাগত আরডিও সুব্রত বাবু প্রমুখ। চুনারুঘাট উপজেলা বিআরডিবির ৭০ জন সমবায়ী কৃষক সদস্যদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উক্ত প্রনোদনা বিতরণ করা হয়।