এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে নিয়মিত মামলার আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(২২ নভেম্বর) দিবাগত রাতে লাখাই থানার এস আই বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ করাব ইউনিয়নের মনতৈল গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামী মনতৈল গ্রামের মৃত গোলজার মিয়ার ছেলে কামাল মিয়া। গ্রেপ্তারকৃত আসামী কে বুধবার (২৩ নভেম্বর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়ে লাখাই থানার অফিসার্স ইনচার্জ এম এন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।