নতুন কুড়িঁ সিলেট নিউজ রিপোর্টঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন গ্রামের বাসিন্দা খ্যাতনামা বিশিষ্ট আলেম বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মুহাদ্দীস মাওলানা আলহাজ্ব মনিরুদ্দিন এর বাড়ীর রাস্তা নিজস্ব অর্থায়নে ইট সলিং করে দিলেন সাতকাপন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আয়াত আলী ও পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন তারা মিয়া।
ওই কাদাময় রাস্তা দিয়ে ওই বিশিষ্ট আলেম এর বাড়িতে এলাকার লোকজন আসা যাওয়ায় দুর্ভোগ পৌহাছিলেন।
রাস্তাটি ইট সলিং করে দেয়ায় এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছেন জনসেবক আয়াত আলী ও শামসুদ্দিন তারা মিয়া। উল্লেখ কাজ সহ ইউনিয়নের সকল উন্নয়ন মূলক কাজে সার্বক্ষণিক সহযোগিতা করবেন বলেও জানান চেয়ারম্যান প্রার্থী আয়াত আলী।