সাগর আহমেদ বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কে এম ফাউন্ডেশনের সৌজন্যে শায়েস্তাগঞ্জ শাহ জালাল সুন্নিয়া হাফিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরিফ রেখে পড়ার রিয়্যাল বিতরণ করা হয়েছে।
১৮ নভেম্বর শুক্রবার বাদ জুমুয়া কেএম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সম্প্রীতির হবিগঞ্জ সামাজিক সংগঠনের উপদেষ্টা, দুবাই প্রবাসি রহমত মুন্নার অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে এ রিয়্যাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সম্প্রীতির হবিগঞ্জ সামাজিক সংগঠনের এডহক কমিটির আহ্বায়ক জাকারিয়া আমিন, এডহক কমিটির সদস্য রেজাউল হাসান চৌধুরী টিটু, সংগঠনের উপদেষ্টা তৌহিদুর রহমান, আজিজুল হক তালুকদার সেলিম, কে,এম ফাউন্ডেশনের সভাপতি জাবেদ আলীসহ ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে কেএম ফাউন্ডেশনের চেয়ারম্যান রহমত মুন্নার পক্ষ থেকে জানানো হয়, বাহুবল উপজেলা তথা উপজেলার বাহিরেও যে কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা দানের লক্ষ্যে তাদের এমন কর্ম কান্ড অব্যাহত থাকবে।