এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধিঃ বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভায় লাখাইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি, যুবদলের ৪৫ জন নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবারে (১৭নভেম্বর) লাখাই থানার এসআই ফজলে রাব্বী বাদী হয়ে মামলা দায়ের করেন। যাহার লাখাই থানার মামলা নং ৭ তাং ১৭ / ১১/ ২২ ইংরেজী। এতে প্রধান আসামি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক জি কে গউছকে।
ুউল্লেখ্য বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে বামৈ বড় বাজারে দলীয় অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা শুরুর কিছুক্ষণ পর সেখানে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম,এস আই ফজলে রাব্বি, এস আই দেবাশিষ তালুকদার, এস আই ফারুক তালুকদার, সহ ৯জন।