তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দেশীয় চোলাই মদ তৈরীর উপকরণ সহ ৬ মাদক কারবারীকে আটক করেছে, তাহিরপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার সদর ইউপির রতনশ্রী গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে রুকেছ আমীন (৩৩), একই গ্রামের মৃত রামজি রবি দাসের ছেলে বিমল রবি দাস (৪৫), সুর্য্যরে গাঁও গ্রামের মৃত বদু দাসের ছেলে শ্যামল দাস (২৫), একই গ্রামের বাবু লাল রবি দাসের মেয়ে সীমা রবি দাস (২৫), সুনিল রবি দাসের মেয়ে শাপলা রবি দাস (১৯), শীমল রবি দাসের মেয়ে লাকী দাস (৩৬)।
পুলিশ সুত্রে জানাগেছে, সোমবার বিকেলে উপজেলার রতনশ্রী গ্রামের বিমল রবি দাসের বাড়ির আঙ্গিনা থেকে তাহিরপুর থানার এসআই মো. নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের মাধ্যমে ৫০ লিটার চোলাই মদ, ৭ শত ৯০ লিটার (ওয়াস) মদ সহ মাদক তৈরীর বিভিন্ন উপকরণ সামগ্রী আটক করা হয়েছে। এর সাথে জড়িত থাকা ৬ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ, ৬২ হাজার টাকা।
তাহিরপুর থানার এসআই মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের দিক নির্দেশনায় মাদকদ্রব্য সহ এর সাথে জড়িত কারবারীদের আটক করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।