এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধিঃ লাখাই উপজেলার মুক্তিযুদ্ধা ডিগ্রি কলেজে এক পরিক্ষার্থী বহিষ্কার করেছে মর্মে খবর পাওয়া গেছে।
জানা যায় লাখাই উপজেলা এডভোকেট আবু জাহির মডেল কলেজের পরিক্ষার্থী অমিত কুমার আচার্য্যে রোল নং ৩২৪৩৯৩ এবং রেজিষ্ট্রেশন নং ১৬১৬৫১১৭৭১৬ কে মোবাইলের মাধ্যমে নকল করার সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসিস্ট্যান্ট ডাইরেক্ট হাতে নাতে নকল করা অবস্থায় ধরে ঔ পরিক্ষার্থী কে বহিষ্কার করেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় অমিত কুমার আচার্য কে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে মুক্তি যোদ্ধা ডিগ্রী কলেজের হল সুপার সৈয়দ আফজল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান ঐ পরিক্ষর্থী পরিক্ষা হলে আসার সময় মটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে পরিক্ষা হলে প্রবেশ করলে তার এই অবস্থা দেখে তাৎক্ষনিক ডাক্তার এনে চিকিৎসার ব্যবস্থা করি যে কারনে পরিক্ষা হলে প্রবেশের সময় তল্লাশি করা সম্ভব হয়নি এই সুযোগে হয়তো সেই পরিক্ষার্থী নকল করার সুযোগ পেয়েছে।
তিনি আরো জানান দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসিস্ট্যান্ট ডাইরেক্টর নিজে নকল করা অবস্থায় ধরে ঐ পরিক্ষার্থী কে বহিষ্কার করেছে।
এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বীকার করে বলেন বহিষ্কারের বিষয়টি আইনগত ভাবেই করা হয়েছে।