শরীফ মজুমদার বাগেরহাট থেকেঃ পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় যুবক গ্রেপ্তার গ্রেপ্তার বাগেরহাটে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় মো: রিশাদ চৌধুরী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপার কে.এম আরিফুল হক(পিপিএম) এর নেতৃত্বে সদর উপজেলার ডেমা ইউনিয়নের পঞ্চমালা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিশাদ চৌধুরী গোবরদিয়া গ্রামের মহব্বত চৌধুরীর ছেলে। এ ঘটনায় মামলা দায়ের ও সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, এদিন বিকেলে মোঃ রিশাদ চৌধুরী (২০), পিতা-মহব্বত চৌধুরী, সাং-গোবরদিয়া, থানা ও জেলা-বাগেরহাট নরসিংহ দত্তের বেড় আলামিন জামে মসজিদ হতে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ ও একটি খুৎবার বই নিয়ে বাগেরহাট সদর থানাধীন পঞ্চমালা গ্রামস্থ পঞ্চাখাজা খালের দক্ষিণ পাড় চরের উপরে নিয়ে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে কোরআন শরীফের আগুন নিভায় এবং পুলিশকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে পুলিশ সুপার নিজে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। একপর্যায়ে অভিযুক্ত মোঃ রিশাদ চৌধুরীকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, জনৈক এক কবিরাজ তাকে পরামর্শ দেয় সে যদি পবিত্র কুরআন শরীফ পুড়িয়ে ফেলে তাহলে তার শারীরিক ও মানুসিক অসুস্থতা সেরে যাবে।
তাই সে এ কাজ করেছে। তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রিশাদ মানুসিকভাবে একজন অসুস্থ ব্যক্তি। গত কয়েকমাস ধরে তার বিকার দেখা দেয়।