সাগর আহমেদ বাহুবল থেকেঃ হবিগঞ্জের বাহুবল বাজার ব্যবসায়ী কল্যান সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায় ১২ নভেম্বর শনিবার রাত ৯টার দিকে বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত একসভায় আলহাজ্ব ইমাম উদ্দিন সরকার আহবায়ক ও আলহাজ্ব খায়ের আহমদ চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির গঠন করা হয়। এছাড়া কমিটির সদস্যরা হলেন- দরছ মিয়া,আলহাজ্ব আবিদ আলী,মোঃ চাও মিয়া,মোঃ ছুরত আলী,মোঃ লেবু মিয়া,শেখ জুনায়েদ আহমেদ,,হাজী ছালেহ আহমেদ, ইলিয়াস আখঞ্জি,জহিরুল ইসলাম বাচ্ছু,ডাঃ বেনু দেব,আব্দাল মিয়া আখঞ্জি,সাদ্দত আলী,মুমিন আলী,মামুনুর রশিদ,হাফেজ আব্দুর রকিব,খলিলুর রহমান,সৈয়দ নজরুল ইসলাম, সালেহ আহমেদ আবিদ,সামায়ুন কবির চৌধুরী, মোশাহিদ আলী, সানু মিয়া সাবেক মেম্বার, আলি মিয়া,কাছন মিয়া,শাহিন আহমেদ চৌধুরী,হাজী সানু মিয়া,আরজু মিয়া,মঞ্জব আলী, লুৎফর রহমান ও আব্দুস সহিদ।