সাগর আহমেদ বাহুবল থেকে: হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে তিন ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর বুধবার সকাল ৭টার দিকে জড়াইয়া বিলে। এ ঘটনায় নুর হামজার ছেলে ফয়জুর রহমান ‘(২০)’ মাথায় আঘাত লেগে গুরুত্বর আহত হয়।
এবং আব্দুল মজিদের ছেলে রেজুয়ান মিয়া (১৪)’ও তার পিতা আব্দুল মজিদ (৪৫)আহত হন।
গুরুত্বর অবস্থায় ফয়জুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ওপর দুজনকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে’।
জানা যায়,অত্র উপজেলার সোয়াইয়া প্রকাশিত রাসুলপুর গ্রামের নুর হামজা ও আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন যাবৎ ক্ষেতের জমিতে যাওয়ার রাস্তা নিয়ে বিরোধ ও মামলা -মোকদ্দমা চলছে। এরইমাঝে আজ সকালে জড়াইয়া বিলে দু’পক্ষের মাঝে সংঘর্ষে তাহারা আহত হন।
এ বিষয়ে একই গ্রামের বাসিন্দা এলাকার বিশিষ্ট মুরুব্বি নুরুল ইসলাম জানান আমরা বিষয়টি মিমাংসার অনেক চেষ্টা করছি কিন্তু উভয়পক্ষের দুর্দান্ত উশৃংখলতার কারনে বিষয়টি নিষ্পত্তি হয় নাই।