এম এ ওয়াহেদ লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার করাব ইউনিয়নের এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং, উত্যক্ত ও খারাপ কথা বলায় মোঃ লাদেন মিয়া (২০) নামের এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।কারাদণ্ডাদেশ পাওয়া যুবকের বাড়ি উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামে।
বৃহস্পতিবার(৩ নভেম্বর) আনুমানিক দুপুর ২:২০ টায় ইভটিজিংয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফ উদ্দিন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান এবং তাঁর সম্মুখে ইহা সন্দেহাতীতভাবে উদঘাটিত হয়।
উপস্থিত লোকজনের সাক্ষ্য ও আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় আসামী মোঃ লাদেন মিয়াকে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদন্ড অনাদায়ে ০২ (দুই) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন এ প্রতিনিধিকে জানান,নারীর প্রতি যেকোন ধরণের অন্যায় ও বে আইনী আচরণ বন্ধে প্রশাসন সর্বদা সজাগ। আগামীতেও জনস্বার্থে মোবাইল কোর্টের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানা পুলিশের একটি দক্ষ টিম এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর।