রাহাদ হাসান মুন্না তাহিরপুর থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুরে “প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ‘যুব দিবস’ ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার পহেলা নভেম্বর উপজেলা যুব উন্নয়ন এর উদ্যোগে সদরের গুরুত্বপুর্ণ সড়ক গুলোতে র্যালী শেষে বঙ্গবন্ধু ডিজিটাল কনফারেন্স রুমে তাহিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের (একাংশের) সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, রোকন উদ্দিন,মনিরাজ শাহ্ প্রমুখ।