স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তরুণ সমাজসেবক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পিন্টু চন্দ্র রায়কে আমেরিকা গমন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার এর সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী কমিউনটি লিডার ও বিশিষ্ট কবি সাহিত্যিক আবুল কালাম আজাদ ছোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেব, হুমায়ুন কবির, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রূপায়ণ দাশ, উপজেলা ছাত্রলীগ নেতা রত্নেশ্বর দাস রামু, বিপ্লব দাশ, কনিক দাশ শুভ, রথীন্দ্র দাশ, রিপন দাশ প্লাবন, পার্থ দাশ প্রমুখ।
এসময় পিন্টু চন্দ্র দাশ গ্রন্থাগারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত ব্যক্তি পিন্টু চন্দ্র রায় কে উপস্থিত অতিথি বৃন্দ সম্মাননা স্মারক প্রদান করেন।