নতুন কুড়িঁ সিলেট নিউজ রিপোর্টঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে সিটকো সিএনজি পাম্পের সামনে ঢাকা সিলেট মাহা সড়কে ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুন) দুপুর ১ট ৫০ মিনিটে।
জানা যায়, বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জরিনা বেগম (৫৫) নিজের প্রয়োজনীয় কাজে বাহুবল ব্রাক অফিসে আসছিলেন, অফিস থেকে সিএনজি যুগে বাড়িতে যাওয়ার পথে মিরপুর সিটকো সিএনজি পাম্পে গেলে ঐ সিএনজির গ্যাস শেষ হয়ে যায়, এ সময় জরিনা বেগম অন্য সিএনজি যুগে যাওয়ার জন্য ঢাকা সিলেট মহাসড়ক পারা পার হওয়ার সময় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান মহিলাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়, পথচারী লোকজন পিকআপ ভ্যানকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে জরিনা বেগমকে গুরুতর আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জরিনা বেগমকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জরিনা বেগমকে সরকারি এ্যাস্বুলেন্সে উঠানোর সাথে সাথেই তার মৃত্যু হয়, জরিনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ আবু ইউসুফ।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এস আই মোস্তাফিজুর রহমান ও এস আই জসিম উদ্দিন হাসপাতালে নিহত জরিনা বেগমের পরিবারের লোকজনকে সান্ত্বনা জানান, পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের লোকজন এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জরিনা বেগমের লাশ বাহুবল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই ছিল।