বাহুবল প্রতিনিধিঃ বেড়েছে চুরি ছিনতাই আতংকে গ্রামগঞ্জের কৃষক ও সাধারণ মানুষ। বাহুবলের হিলালপুর গ্রামে গত রাতে সবুজ মিয়া নামে এক ব্যক্তির তিনটি গরু চুরি হয়েছে। চোরেরা ঘরের গেইটের তালা ভেঙ্গে দুটি গাভী ও একটি বাচ্চা সার গরু নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দক্ষিণ হিলালপুর গ্রামে।
জানা যায়, গরুর মালিক মোঃ সবুজ মিয়া রাতের খাবার খেয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন,শেষ রাতে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন গরুগুলো নেই। এসময় সবুজ মিয়ার শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও গরুগুলোর কোন সন্ধান পাননি। প্রতিবেশীরা জানান, চুরি হওয়া গরুগুলোই ছিল সবুজ মিয়ার একমাত্র অবলম্বন।
গরুগুলো চুরি হওয়াতে নিশ্ব হয়ে পড়েছেন তিনি,এব্যাপারে গরুর মালিক মোঃ সবুজ মিয়া জানান, এই গরুগুলোই ছিল আমার একমাত্র অবলম্বন, সারাদিন অনেক ব্যস্ততার মাঝে থেকেও গরুগুলোর খুব খেয়াল রাখেছি, দুটি গরু লাল রঙের একটি গরু বাদামী বর্ণের,তিনটি গরুর বর্তমার বাজার মূল্য প্রায় ২ থেকে আড়াই লাখ টাকা হবে।