1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করলেন আব্দুর রউফ বাহার শান্তিগঞ্জে মহাসিং নদীর ফসল রক্ষা বাঁধ কেটে তাহিয়া ইটভাটায় মাটি বিক্রির অভিযোগ বাহুবলের বিধান ড্রাইভারের পরলোকগমন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আহলে সুন্নাত উলামা পরিষদের সীরাতুন্নবী সা.মহাসম্মেলনে ধর্ম উপদেষ্টা সুনামগঞ্জ বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বিশ্বম্ভরপুরে বিজিবি’র সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। আত্রাইয়ে অফসোনিন ফার্মা লিমিটেড এর উদ্যোগে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁয় এক বছর ধরে গাঁজার গাছ পরিচর্যা, অতঃপর আটক আত্রাইয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু

এতো অভিযানের পরও থেমে নেই মাদক ব্যবসা

আতিকুর রহমান রুমন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১০৭ বার পঠিত

আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে একের এক ইয়াবা,গাঁজা,সহ মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হলেও থেমে নেই বানিয়াচংয়ের মাদক ব্যবসা।

 

এদিকে সর্বশেষ গত ২০অক্টোবর রুবেল নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ৪৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করে থানা পুলিশ।

পরে থাকে ২১অক্টোবর (শক্রুবার)২০২২ইং মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরন করে থানা পুলিশ।

 

এক অনুসন্ধানে জানাযায়,হবিগঞ্জ জেলার পুলিশ প্রশাসনের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন ইউনিট ও বানিয়াচং থানা পুলিশের আইনশৃঙ্খলা  বাহিনীর এতো অভিযানের পরও থেমে নেই বানিয়াচংয়ের এই ভয়াবহ ইয়াবাসহ মাদকের ব্যাবসা।

 

পুরাতন ব্যবসায়ীদের গ্রেফতার করা হলেও এই সুযোগে এই ব্যবসায় নতুন নতুন অসংখ্য ব্যবসায়ীদের সয়লাব হতে দেখা যাচ্ছে উপজেলা সদরের ভিতরে।

 

এমনকি পুরাতন ব্যবসায়ীরাও জামীন লাভ করে এসেই শুরু করেন তাদের এই ব্যাবসার কার্যক্রম।

 

অন্যদিকে আবার চিহ্নিত অনেক পুরাতন গাঁজা ব্যাবসায়ীরাও এসব ইয়াবা আমদানি করে দিচ্ছেন খুচরা ব্যবসায়ীদের হাতে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান,বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের চিহ্নিত গাঁজা ব্যাবসায়ী আব্দু রউফ,কালিকাপাড়ার সেলিম ও ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা গ্রামের সিজিল মিয়া পাড়াগাঁও ফুরিহাটির মুতিবাড়ির মধ্যেবর্তী এলাকার ফুলমিয়া (৫৫)ডালি মহল্লার বজলু মিয়া(৩৫)কে ইয়াবা আমদানি করে দিয়ে পুরোদমে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

 

এছাড়াও বানেশ্বর বিশ্বাসের পাড়ার হারিছ মিয়া(৩০)সুহেল মিয়া(৪০)ছিলাপাঞ্জা এলাকার কাউসার মিয়া(২২) যাত্রাপাশা কান্দিপাড়া এলাকার মিশুক চালক সেবুল মিয়া(৩৫)জাতুকর্ন পাড়ার দুবাই প্রবাসী  কুখ্যাত ডাকাত নানু মিয়া(৪৫)ইনাথখানী মহল্লার দুইজন,কালিকা পাড়ার টমটম চালক হিসেবে পরিচিত মিজান(৩৫)সহ দুইজন,আদর্শ বাজার এলাকায় মোফাজ্জল(২৮)সহ দুইজন ইয়াবা ব্যাবসা পরিচালনা করে যাচ্ছে।

 

এমনকি নতুন মাত্রায় এক ভাসমান ব্যবসায়ীও বানিয়াচং সদরে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। ৬নং কাগাপাশা ইউনিয়নের বগী’র তোফাজ্জল(২৪) নামের এই যুবক বানিয়াচং সদরের চানপাড়া,বাবুর বাজার,নতুন বাজার,বড়বাজার এলাকায় বিভিন্ন স্হানে রাত্রি যাপন করে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে।

 

আর বানিয়াচং উপজেলাসহ অন্যান্য এক দুটি উপজেলায় এসবের প্রধান ডিলারির ব্যবসা পরিচালনা করে যাচ্ছে সদ্য র‍্যাব,ডিবি,থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে জামিন লাভকারী ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া মহল্লার আব্দুল হক মিয়ার পুত্র সাইদুল হক(৩৫)।

মাস খানেক গত হয় জামীনে এসেই পুরোদমে শুরু করে তার এই ইয়াবা ব্যবসা।

 

সাইদুল সম্পর্কে এলাকাবাসী ও লোকমুখে শুনা যায় যে,এই সাইদুল হক ইয়াবা ব্যবসা করে নিজ বাড়িতে ছাঁদ দিয়ে বড় একটি বিল্ডিং নির্মান করেছে।

 

এমনকি বর্তমানেও তার বাড়িতে চিহ্নিত এক,দুইজন ইয়াবা ব্যবসায়ীসহ অন্যান্য লেবার দিয়ে তার ঘরের কাজ চালিয়ে যাচ্ছে।

 

তাই বানিয়াচংসহ দেশ-বিদেশে অবস্থানরত সচেতন মহল এসব ব্যবসায়ীর কারনে শুধু যুব সমাজ ধ্বংস হচ্ছেনা বলে মনে করেন তারা।

 

এসব কারনে দিন দিন বাড়ছে চুরি,ছিনতাই,

ডাকাতির মতো বিভিন্ন অপরাধ কার্যক্রম। আর এসব মাদকের টাকা জোগাতে গিয়েই নানান অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে ভালো ভালো পরিবারের সন্তানসহ নিম্ন আয়ের পরিবারের সন্তানরা।

 

তাই সচেতন মহল মনে করেন পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের সমাজের সচেতন নাগরিকদেরকে এগিয়ে আসতে হবে এসব নির্মূল করতে হলে। পুলিশ প্রশাসনকে করতে হবে সহযোগীতা।

 

তবেই এসব নির্মূলে ভূমিকা আসতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। এদিকে গত ২০অক্টোবর বৃহস্পতিবার রাতে গ্রেফতার হওয়া ইয়াবা ব্যবসায়ী রুবেল সম্পর্কে এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায়,বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ খাওর এলাকার বৈঠাখালি নামক স্থান থেকে ইয়াবা ব্যাবসায়ী রুবেলকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী রুবেল হলো বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়ার (মাইজের মহল্লার) আমান আলীর পুত্র।

 

রুবেল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যাবসার সাথে জড়িত রয়েছে এবং নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছে।

 

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব জানান, বানিয়াচংয়ের অপরাধ নির্মূলে দিন রাত কাজ করে যাচ্ছে পুলিশ।

 

পাশাপাশি এসব মাদক ব্যবসায়ীসহ চিহ্নিত অপরাধীদের নজরদারিতে রাখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting