1. admin@notunkurisylhet.com : notun :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের চাকরী নিতে কোটায় বাবা হলেন নি:সন্তান চাচা তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত নওগাঁতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আত্রাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি সাহাবুদ্দীন যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় চান্সপ্রাপ্তদের নিয়ে প্রি-ডিপার্চার সেশন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে বিএনপি ও সহযোগীসংগঠনের আনন্দ মিছিল জিয়া প্রজন্ম দলের আহবায়ক কমিটি গঠন ট্রেনে নিচে কাটা পরে বাবা মেয়ের মৃত্যু হাকালুকি ভিউ ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী’র বন্যায় ক্ষতিগ্রস্হ ১২ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ মাদক সম্রাট রাসেল’কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে বর্ডার গার্ড বিজিবি

কবি অধম গোপাল বাউল মেলা সম্পন্ন বরেণ্য বাউলদের মিলন মেলায পরিনণ”

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের কালিয়ার ভাঙ্গা গ্রামে গতকাল ১৮ অক্টোবর ২০২২ ইং দিবাগত রাতে ওই গ্রামের বিশিষ্ট কবি ও গীতিকার অধম গোপাল  রচিত লোকগানে গানে গানে  ও পল্লীবাংলা লোকসংগীত একাডেমি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণভাবে  বাউল মেলা সম্পন্ন হয়েছে৷

 

কবি ও সাহিত্যিক এডভোকেট এম,এ বাছিত ও গীতিকবি হাবিবুর রহমান হাবিবের যৌথ  সঞ্চালনায়,এতে লোক সংগীত পরিবেশেন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্বনামধন্য অনেক প্রখ্যাত বাউল শিল্পী বৃন্দ৷

 

প্রধান আকর্ষণীয় বাউল শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের অন্যতম শিষ্য ও শাহ্ আব্দুল করিম বাউল গোষ্ঠীর সভাপতি  বাউল প্রানকৃষ্ণ গোপ, বিশেষ আকর্ষণীয় শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন প্রবীন বাউল শিল্পী মখলিছুর রহমান আনসারী, শাহ্ আব্দুল করিম বাউল গোষ্টীর সাধারন সম্পাদক গীতিকার ও সংগীত শিল্পী এম,মুজিবুর রহমান, বাউল আফরোজ দেওয়ান, কবি এম,এ বাছিত, বাউল আব্দুল আলী, তাজুদ ইসলাম, বাউল তাজুদ,

বাউল উদাসী সামছু,বিরহী মিলন, মাতাল বাহার সহ আরো অনেকেই৷

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রবীন প্রবীণ বাউল সংগঠনের সভাপতি বিশিষ্ট গীতিকবি ও ওস্তাদ বাউল এখলাছুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বাউল বিরহী রাজু, এডভোকেট রিয়াদ পাঠান৷

 

প্রসঙ্গতঃ বহুমাত্রিক ব্যক্তিত্ব একাধারে কবি, গীতিকার, সুরকার, ও সফল ব্যবসায়ী অধম গোপাল৷ তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের কালিয়ার ভাঙ্গা গ্রামে একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন৷

 

তার ছেলে বেলা থেকেই তিনি লোকসংগীতের প্রতি ঝুঁকে পড়েন,তার লেখা গানের গ্রন্থ মানব তরী সহ অসংখ্য জনপ্রিয় গানের জনক তিনি৷ তার রচিত গানে শ্রোতা জনপ্রিয়তা অনেক, যে গান দেশের অনেক জনপ্রিয় শিল্পীগণ পরিবেশন করে দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছেন৷

 

গতকাল ঝাঁক জমকপূর্ণ ভাবে অধম বাউল গোপাল  বাউল মেলায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সংগীত অনুরাগী দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন৷

 

এতে আরো  উপস্থিত ছিলেন পল্লীবাংলা লোকসংগীত একাডেমির সকল সদস্যগন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেক নেতৃবৃন্দ৷

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting