নতুন কুড়িঁ সিলেট নিউজ: এবার ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে দুই বন্ধুর কথা কাটাকাটির জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৩৫ জন।
তাদের প্রাথমিক চিকিৎসা শেষে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ১৪ জনকে আটক করেছে।
গতকাল রবিবার ৯ অক্টোবর রাতে জেলার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে একই এলাকার রায়হানের সঙ্গে জাবেদের খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত পর্যন্ত চলে এই সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।