হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২৩ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার ০১।
অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ০৬ অক্টোবর বিকাল ৪.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর বাজারস্থ সায়হাম কমপ্লেক্স মার্কেটের ২য় তলায়।
এ সময়ে জাহাঙ্গীর খানের মোবাইল ক্লিনিক’ নামক ১৩৮ নং দোকান থেকে চোরাইকৃত মোবাইল ফোন ক্রয়-বিক্রয় কালীন সময়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় জাহাঙ্গীর দীর্ঘ দিন যাবত চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করে আসছে, সে মাধবপুর পৌরসভার ঘুমুটিয়া এলাকার লাল মিয়ার ছেলে। আটককৃত জাহাঙ্গীরের কাছ থেকে ২৩ টি চোরাই মোবাইল উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক মূল্য ৪,৬৭,০০০/- টাকা।