হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভায় আটককৃত অটোরিক্সা নিঃশর্তে স্বস্ব শ্রমিককে ফেরত প্রদান ও ব্যাটারি চালিত সকল অটোরিক্সার নাম্বার প্লেইট প্রদানসহ ৭ দফা দাবীতে আজ সকাল ১০ টা ৩০ মিনিটে আর ডি হল মাঠ থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে শহর ব্যাপী শতশত শ্রমিকদের এক বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে সংগঠনের জেলা সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ধনু মিয়ার নেতৃত্বে জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবর ৭-দফা দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহানের অনুপস্থিতিতে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মিন্টু চৌধুরী।স্মারকলিপি প্রদান কালে হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সাথে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।
তিনি ব্যাটারি চালিত অটোরিক্সার নাম্বার প্লেইট দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন।
এবং আটককৃত অটোরিক্সা নিঃশর্তে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।পরবর্তীতে প্যানেল মেয়র গৌতম রায়ে মাধ্যমে আটক রিক্সা গুলো কোনো জরিমানা ছাড়ই ছেড়ে দেওয়া হয়।শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় আর ডি হল মাঠ ও জেলা প্রশাসক কার্যালয় প্রঙ্গনে দুটি পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক ধনু মিয়া,সহসভাপতি জাফর আলী,সামছুর রহমান,বারিক মিয়া,সঞ্জিব আলী,সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র সদস্য আরব আলী,গনি মিয়া,মস্তো মিয়া,জাহির মিয়া,তৌহিদ মিয়া,রইছ আলী,মকবুল হোসেন,শংকর শূক্লবৈদ্য,সুহেল মিয়া,ইসমাঈল হোসেন মিন্টু,পলাশ আহমেদ,আছকির মিয়া,মধু মিয়া,কামাল মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন,সারা দেশে অটোরিক্সা শ্রমিকদের আন্দোলন ও ৪০ লক্ষ শ্রমিকদের কথা বিবেচনা করে অটোরিক্সার বিরুদ্ধ হাইকোর্টের একতরফা রায়কে সংশোধন করে গত ৪ এপ্রিল মাহামান্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সংশোধিত রায় দিয়েছেন ।
যে এক মাত্র মহাসড়ক ছাড়া ব্যাটারি চালিত অটোরিক্সা সর্বত্র চলতে পারবে।
আমরা জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের প্রতি বিনীত আহবান জানাই আপিল বিভাগের সংশোধিত রায়কে হবিগঞ্জ শহরে কার্যকর করার জন্য।
এছাড়া নেতৃবৃন্দ আরো বলেন,তাওয়া গরম করলে রুটি সেঁকার নেতার অভাব হবে না। তাই কোনো ধরনের আর্থিক লেনদেন বা চাঁদা দিয়ে প্রতারিত না হওয়ার জন্য শ্রমিকদেরকে সতর্ক থাকতে হবে।