1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন

নবীগঞ্জের বনগাঁও গ্রামে হামলা নির্যাতনের শিকার হয়ে ৪টি পরিবার গ্রামছাড়া, প্রশাসনের হস্তক্ষেপ কামনা”

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে একটি প্রভাবশালী মহল কর্তৃক হামলা,নির্যাতনের শিকার হয়ে হুমকির মুখে  ৪টি পরিবারের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ এঘটনায় নির্যাতনের শিকার পরিবারের লোকজন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন৷

 

নির্যাতনের শিকার পরিবারের লোকজন স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিকট অভিযোগ করে কান্নাজড়িত কন্ঠে বলেন ও মামলার এজাহারে উল্লেখঃ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের দিন মজুর আতিক মিয়ার সাথে তাদেরই প্রতিবেশী মৃত মোবারক   উল্লার পুত্র কাজল মিয়া  সহ তাদের লোজকনের সাথে পূর্ব বিরোধ চলে আসছিল৷

 

এরই জেরধরে আতিক মিয়ার পরিবারের লোকজনের উপর  গত ২২ জুন ও ২৪ জুন দফায় দফায় হামলা ও অমানুষিক নির্যাতন চালায় কাজল মিয়া ও তার লোকজন৷ এতে  গুরুতর আহত হন আতিক মিয়ার পুত্র রাসেল মিয়া, মেয়ে  রোকসানা বেগম সহ তাদের পক্ষের আরো অনেকেই৷

 

পরে নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে পৃথক দু’টি মামলা মামলা দায়ের করেন আতিক মিয়া ও তার আহত ছেলে রাসেল মিয়া,উক্ত দু’টি মামলা নবীগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে৷ উল্লেখিত ঘটনার পর ও মামলা দায়েরের জেরধরে প্রভাবশালী লোকজনের একের পর এক হুমকি ধামকিতে অসহায় দিনমজুর আতিক মিয়া ও তার স্বজনেরা ৪টি পরিবারের লোকজন প্রভাবশালী নেতা ও  থানায় এফ,আই,আরভূক্ত মামলার  প্রধান আসামী

কাজল মিয়া ও জাকির মিয়ার লোকজনের নানা হুমকি ধামকিতে গ্রাম ছেড়ে তারা পালিয়ে বেড়াচ্ছেন,বলে আতিক মিয়া অভিযোগ করেন৷ বর্তমানে  পার্শ্ববর্তী পিটুয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে গত ৩ মাস ধরে এখনো রয়েছেন হুমকির মুখে চরম আতংকে মানবেতর জীবনযাপন করছেন৷

 

এঘটনায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন তারা৷

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting