এফ আর হারিছ,বাহুবল থেকে: বিদ্যুৎ না থাকলেও বিদ্যুতের মিটার সচল, এমন খবর পাওয়া গেছে। জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাগেরখাল গ্রামের সাবেক মেম্বার মরহুম আব্দুর নূর পুত্র, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল আউয়াল এর বাড়িতে ( ৮০৯/১৭৫০) নং একটি ডিজিটাল মিটারে কয়েকমাস যাবৎ বিদ্যুৎ বিল বেশি আসছে।
এমন্তাবস্তায় আব্দুল আউয়াল মিটারটি পরিবর্তনের জন্য আবেদন করে কয়েকমাস পার হওয়ার পর গতকাল সকালে দ্বিগাম্বর বাজার সাব যোনাল অফিসের কয়েকজন লোক এসে পুরাতন মিটারটি খোলে নতুন একটি মিটার সংযোজন করে। পুরাতন মিটারটি খোলে মাটিতে রাখার পর হঠাৎ তারা দেখতে পায় মিটারটি স্বচল।
এমন ঘটনায় তখন পল্লী বিদ্যুতের লোকজনও অবাক হয়ে যায়। এছাড়া গত সেপ্টেম্বর মাসে লোডশেডিংয়ের মাত্রা বেশি হলেও উপজেলার পল্লী বিদ্যুতের সকল গ্রাহকেরই বিদ্যুৎ বিল দ্বিগুণ চলে আসে।
এতে মধ্য ও নিন্ম আয়ের মানুষগুলো পড়ে যায় বিপাকে। এরই মাজে যখন বিদ্যুৎ সংযোগ বিচ্চিন্ন করার পরও মিটার সচল দেখা গেছে, এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়ে যায়। এ বিষয়ে জানতে বাহুবল সাব যোনাল অফিসে ফোন দিলে তাদের সবকটি নাম্বার বন্ধ পাওয়া যায়।
তাছাড়া সম্প্রতি পল্লী বিদ্যুতের মনগড়া আকাশচুম্বি বিলে সাধারণ মানুষ হতাস হয়ে পড়েছেন।
বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য পল্লী বিদ্যুতের যথাযথ কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন স্থানীয় জনতা।