বাহুবল প্রতিনিধি: বাহুবলে জন্ম নিবন্ধনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের হরহরিয়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র আহাম্মদ আলী তার ৫ বছর বয়সি এক শিশু কন্যার জন্য গত ১৯ জুলাই উক্ত ৩ নং সাতকাপন ইউনিয়ন পরিষদের সচিব শ্রী রাজেন্দ্র চন্দ্রের কাছে গেলে সে চেয়ারম্যানপুত্র নজরুল ইসলাম বাহুবলস্ত দোকানে যেতে বলেন।
সেখানে যাওয়ার পর নজরুল জানায় শিশুটির নিবন্ধন করতে ৬শ’ টাকা দিয়ে ৫/৬ দিন অপেক্ষা করতে হবে। এতটাকা লাগবে কেন জানতে চাইলে নজরুল ওই ব্যাক্তির উপর ক্ষেপে গিয়ে বিভিন্ন অশালীন গালীগালাজ শুরু করে। এমন্তাবস্তায় ওই ব্যাক্তি এখানে নিবন্ধন না করে পরিষদের সচিবকে জানালে সচিব কোনো সূ-উত্তর দেয়নাই বলে জানা গেছে।
পরে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য গত ২১ জুলাই আহাম্মদ আলী বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত আভিযোগ দায়ের করেন।
এছাড়াও ইউনিয়নের অধিকাংশ জনসাধারণের সাথে প্রতিনিয়ত এমন ব্যাবহার ও বিভিন্ন কাজে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে অভিযোগ দাখিল করার পর অদ্যবধি পর্যন্ত আহাম্মদ আলীর শিশু কন্যার নিবন্ধন করা হয়নাই বলে জানা গেছে।