নিজস্ব প্রতিনিধি।। বাহুবলে বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী পরিত্যক্তা এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর দাসহাটির নিকট এ ঘটনা ঘটে। নিহত নারী হোসনে আরা হুশি (৪৫) ওই গ্রামের কালা মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনে আরা ঘটনার সময় বাড়ির পাশে গেলে বিদ্যুৎ এর চেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ এর লোকজন ঘটনাস্থলে যান। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।