সাগর আহমেদ বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহা সড়কের বাহুবল মৌচাক নামক স্থানে ও পুটিজুরী বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও শিশুসহ ২ জন আহত হয়েছেন। জানা যায়, মৌচাক নামক স্থানে ( ৯ সেপ্টেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রো ( ঢাকা মেট্রো ঘ ১৩ -০০১৩) কে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক( ঢাকা মেট্রো ট ১৮-৩৮৩৮) চাপা দেয়। এতে কেউ হতাহত না হলেও মাইক্রোটি দুমড়ে মুছরে যায়।
এদিকে এর পর পরই সকাল ১১ টার দিকে মহা সড়কের পুটিজুরী বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো ব ১৫৩১৮১) রাস্তার দুইজন যাত্রীকে চাপা দিয়ে ডানপাশের হাইল্যান্ডের উপরে উঠে যায়। এতে উপজেলার স্নানঘাট ইউনিয়নের মুদাহারপুর গ্রামের আব্দুর নূর এর স্ত্রী ছায়া বেগম (৬৫) ও ৭ বছর বয়সি একটি শিশু আহত হয়। আহতদের স্থানীয় জনতা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা কবলীত উভয় গাড়ীগুলো শায়েস্থাগঞ্জ হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে ।
এতে সাময়িক সময় মহা সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় জনতা। পরে পুটিজুরী তদন্ত কেন্দ্রের এসআই ওলি উল্লা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে মহা সড়ক থেকে অবরোধ তোলে দিলে এতে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে হাইওয়ে থানার এএসআই মাসুদুল হক জানান, আমরা বাহুবলে ঘটনার খবর শুনার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলীত গাড়ীগুলো উদ্ধার করা অবস্থায় পুটিজুরীতে দুর্ঘটনার খবর পাই। আমরা দুর্ঘটনা কবলীত উভয় গাড়ীগুলো উদ্ধার করে মহা সড়কে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি।