এফ আর হারিছ, বাহুবল থেকে: বাহুবল উপজেলার প্রানকেন্দ্র পুটিজুরী ইউনিয়নের ঢাকা সিলেট মহা সড়কের পুটিজুরী বাজার থেকে স্নানঘাট ইউনিয়নের বাগদাইর পর্যন্ত আঞ্চলিক সড়কটি বেহালে পরিনত হয়েছে। এতে দুই ইউনিয়নের কয়েক হাজার পরিবারের লোকজন ও বিভিন্ন প্রয়োজনে এ রাস্তায় চলাছলরত জনসাধারনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুটিজুরী বাজার থেকে স্নানঘাটগামী রাস্তাটি ভেঙ্গে সেখানে বৃষ্টির পানি জমে কাধা নর্দমায় পরিনত হচ্ছে। এতে জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এছাড়া স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট, বাগদাইর ও মুদাহারপুরসহ পুটিজুরী স্নানঘাটের কয়েক হাজার লোক ও শত শত স্কুল কলেজগামী শিক্ষার্থী ওই রাস্তায় চলাচল করে থাকেন। এছাড়া প্রতিদিন কয়েকশত সিএনজি ও ইজিবাইক প্রতিনিয়ত ওই রাস্তায় চলাচল করছে ।
স্নানঘাট বাজারে রয়েছে একটি গরুর হাট ও বড় বড় কয়েকটি পাইকারী মাছের আড়ৎ। এসব আড়ৎ থেকে প্রতিদিন শতাধীক টন মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে ।
কিন্ত রাস্তাটি ভেঙ্গে জড়াড়ীর্ণ হয়ে যাওয়ার কারনে ব্যাবসায়ী, ক্রেতা – বিক্রেতা উভয়ই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসি জানান, সম্প্রতি স্নানঘাট ইউনিয়নের বাগদাইরে নির্মিত কাজী গ্রূপের একটি কোম্পানী এ রাস্তা দিয়ে ভারী যান বাহনের মাধ্যমে তাদের মালামাল বহন করার কারনেই রাস্তাটি এত জড়াজির্ণ হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দ্রুত সংস্কারে যথাযথ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।