সাগর আহমেদ বাহুবল থেকে: বাহুবলের কৃতি সন্তান, অসংখ্য সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির আইন বিষয়ক খন্ডখালীন শিক্ষক,পূবালী ব্যাংক লি: এর সহকারী জেনারেল ম্যানেজার (আইন), বিশিষ্ঠ লেখক ও গবেষক ড. মো: আবু তাহের (অ্যাডভোকেট) কে আজীবন সদস্যপদ প্রদান ও সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী বাহুবল প্রেসক্লাব।
গতকাল সোমবার সন্ধ্যায় মিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাহুবল প্রেসক্লাব এর সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ আর হারিছ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুটিজুরী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হুসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ।
বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যাক্তি ড. মোঃ আবু তাহের, প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, টিপু সুলতান জাহাঙ্গির, হুমায়ূন কবির, জেলা সভাপতি মাসুক মিয়া, সংরক্ষিত মহিলা মেম্বার রাজিয়া আক্তার, রহিমা আক্তার চম্পা, মিনারা খাতুন, ইউপি সদস্য ঈসমাঈল আলী, দ্বরবেশ আলী, কদর আলী, সফিক মিয়া, পল্লীবন্ধু ফরিদ আহমেদ প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে ড. মোঃ আবু তাহের কে বাহুবল প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয়।