এফ আর হারিছ, বাহুবল থেকে: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে স্থানীয় পুটিজুরী বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল – নবীগঞ্জ এর সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন। অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন ক্বারী লুৎফুর রহমান হেলালী।
বক্তব্য রাখেন, গীতিকার এম আর মামুন, শাহাব উদ্দিন আহমেদ, মোঃ লিয়াকত আলী, ছাত্রলীগ নেতা সুজন আখঞ্জী, রায়হান আহমেদ, ইঞ্জিনিয়ার শ্যামল কান্তি রায়, সালামত আলী সানু, সালেহ আহমেদ সাগর, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি শাহ রমজান আলী, সাইফুর রহমান আজাদ, এনামুল হক এনাম, পারুল মিয়াসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন, পুটিজুরী জামে মসজিদের খতীব মাওঃ জামাল উদ্দিন মুন্সি।