সগর আহমেদ বাহুবল থেকে: বাহুবল উপজেলার পুটিজুরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত স্কুল ছাত্রী নওশিন (০৮) ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছে।
জানা যায় (৩০ আগস্ট) মঙ্গলবার দুপুরে সে ইন্তেকাল করে। তার মৃত্যুতে পরিবারে নেমেছে সুকের ছায়া।
একটু পর পরই নওশিনের মা ও বাবা অজ্ঞান হয়ে যাচ্ছেন।
গত শুক্রবারে ঢাকা বার্ন ইউনিটের চিকিৎসক তার অবস্থা পর্যবেক্ষন করে অপারেশন করে এক হাত এক পা কেটে দিয়েছিলেন।
উল্লেখ যে গত (২২ আগস্ট) সোমবার পুটিজুরী বাজারের (ঈদগাহ সংলগ্ন) মমভিলায় নওশিন তার মায়ের সাথে পরিচিত একজনের বাসায় বেড়াতে যায়। সন্ধ্যা ৬ টার দিকে তার এক সহপাঠির সাথে দু’তলা বিশিষ্ট এই বিল্ডিংটির ছাদে ওঠে এক পর্যায়ে অসাধানতাবশত বিল্ডিংটির পাশ ঘেঁসে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারে নওশিনের হাত লেগে যায়।
এমতাবস্থায় তার সহপাঠীর চিৎকার শুনে বাজার থেকে লোকেরা গিয়ে দেখেন বিদ্যুতের তারে তার এক হাত এবং দুটি পা পুড়ে গেছে। তাৎক্ষণিক তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নওশিনের আংশিক চিকিৎসা করে ঢাকা ব্রান ইউনিটে রেফার করা হয়।
নওশিন স্থানীয় পুটিজুরীর দি মেরিট হোম হাইস্কুলের ১ম শ্রেণির ছাত্রী। তার বাবা মোঃ জুয়েল মিয়া গ্রামীণ ব্যাংক পুটিজুরী শাখায় দীর্ঘ দিন যাবত চাকুরী করে আসছেন।
তার স্থানীয় ঠিকানা রায়পুর উপজেলার নরসিংদীতে।