ফরিদপুর প্রতিনিধি: সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম – ছবি : সংগৃহীত।
ফরিদপুরের সালথায় গত বছরের ৫ এপ্রিলের তাণ্ডবের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
এবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে টাকা নেয়ার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শেখ সাদিক।