জুবায়ের আহমেদ,বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল মডেল থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের(প্রশাসন ও অর্থ) অতিরিক্ত সচিব রুহী রহমান। তিনি ২০২২,২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সূচক সমূহের সঠিক অর্জন ও বাস্তবায়ন পরিবীক্ষণের লক্ষ্য বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় হবিগঞ্জের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সকাল ১১ ঘটিকার সময় হবিগঞ্জ জেলায় উপস্থিত হন। দুপুর ১২ টার দিকে বাহুবল মডেল থানা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার সনজিত রায় এবং উনার সফরসঙ্গী হয়ে পরিবীক্ষণ ও পরিদর্শন কাজে সহায়তা করেন,উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার,উপসচিব মোশাররফ হোসেন,উপসচিব আশাফুর রহমান ও সিনিয়র সহকারী সচিব কে এম সালাহউদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের,বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান, ইন্সপেক্টর তদন্ত প্রতিজ কুমার দাস সহ থানার অফিসার ও সদস্যবৃন্দ।
অতিরিক্ত সচিব রুহী রহমান বাহুবল মডেল থানা পরিদর্শন শেষে হবিগঞ্জের উদ্দেশ্য রওয়ানা দেন, তিনি আজ হবিগঞ্জেই রাত্রি যাপন করবেন বলে জানা গেছে।
১২ আগস্ট শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় হবিগঞ্জ থেকে মৌলভীবাজার জেলার উদ্দেশ্য রওয়ানা দিবেন এবং মৌলভীবাজার জেলায় রাত্রি যাপন করার কথা রয়েছে।
১৩ আগস্ট শনিবার সকাল ৯ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা থেকে সিলেট জেলার উদ্দেশ্য রওয়ানা দিবেন অতিরিক্ত সচিব রুহী রহমান।