মীর দুলাল হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের মাধবপুরের কাশিমনগর পুলিশ ফাড়ির পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা সহ সফিক মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে পুলিশ।
মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গাজা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
মঙ্গলবার (০৯ আগষ্ট ২২)ইং দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে মাধ্যমে মাদক ব্যবসায়ী কে সোপর্দ করেন মাধবপুর থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় গতকাল সোমবার ০৮ আগষ্ট বিকাল তিন ঘটিকার সময় উপজেলা ০৩নং বহরা ইউনিয়নের দলগাঁও ব্রিজের উত্তর পাশে ঘোনাপাড়া গামী রাস্তার উপর হইতে নিষিদ্ধ ভারতীয় ১০ কেজি গাঁজা সহ সফিক মিয়া (৩০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা (সিঙ্গারবিল) কাশিনগর গ্রামের মোঃ রাজ্জাক মিয়ার ছেলে মোঃ সফিক মিয়া।
মাদক ব্যবসায়ী কে গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক।
তিনি জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(খ)মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।