বাহুবল প্রতিনিধি: বাহুবলে প্রাইভেট কার চাপায় নেছা খাতুন নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার ১১ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বিহারীপুর ফার্ম গেইট নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে প্রাইভেট কারটি আটক করলেও চালক পালিয়ে যায়।
জানা যায়, বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী নেছা খাতুন মিরপুরে ডাক্তারের কাছে যেতে ফার্ম গেইট নামক স্থানে রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় হঠাৎ শ্রীমঙ্গল থেকে নরসিংদীগামী (ঢাকামেট্রো -গ -৩১ -৪৬৮১) একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চাকার সাথে করে অন্তত পক্ষে তিনশ মিটার পর্যন্ত নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
এ সময় লোকজন ধাওয়া করে প্রাইভেট কারটি মিরপুরে আটক করতে সক্ষম হয়। তবে চালক পালিয়ে যায়। এছাড়া কিছু সময় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে কামাইছড়া পুলিশ ও লসনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। লসনা হাইওয়ে থানার এএসআই রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।