জুবায়ের আহমেদ বাহুবল থেকেঃ বাহুবলের ঐতিহ্যবাহী সুনামধন্য প্রতিষ্ঠান ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ ঘটিকার সময় স্কুল হলরুমে আলহাজ্ব হাফেজ মোঃ জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ মুবাশ্বির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অভিভাবক মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক রাহিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ছুফি মিয়া খান,সমাবেশ শিক্ষার গুণগত মান ও শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের তালুকদার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষানুরাগী রিয়াদ চৌধুরী,আলাউদ্দিন খান,সবিনয় দাস,গোলাম ফারুক শাহীন সহ বিভিন্ন অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অভিভাবক মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ তোফাজ্জল হক রাহিন বলেন, শিক্ষার মান ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা সবসময় সহযোগিতা করেছি, ভবিষ্যতেও স্কুলের উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ।