এফ আর হারিছ, বাহুবল থেকে: বাহুবল উপজেলার স্নানঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের এক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় দুটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
আজ ( ৩ আগষ্ট) বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার স্নানঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল ব্যবসা করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এবং বাংলাদেশ হোটেল ও রেষ্টুরেন্ট অধ্যাদেশ আইনে ২,৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ আছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়।
অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা। অভিযানে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার একদল পুলিশ।
উপজেলার প্রত্যেকটি বাজারেই এ অভিযান অভ্যাহত থাকবে বলে জানিয়েছে বাহুবল উপজেলা প্রশাসন।