জুবায়ের আহমেদ, বাহুবলঃ বাহুবল উপজেলার মিরপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে স্থানীয় সরকার( ইউনিয়ন পরিষদ) আইন ও সড়ক পরিবহন আইনে বিভিন্ন যানবাহন ও কয়েক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার ০২ আগস্ট বিকেলে উপজেলার মিরপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার এস আই জালাল উদ্দীন সহ একদল পুলিশ।