হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রীকে বোরকা খুলে হেনেস্থা করার অভিযোগে শিক্ষিকা মৌসুমি রায়কে বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার বোরকা পড়ে স্কুলে আসায় শিক্ষিকা মৌসুমি রায় ক্ষিপ্ত হয়ে তার পায়ের কাছে সেজদা দিয়ে নাকে খত দিতে বলেন। এ সময় ছাত্রী সাদিয়া কেঁদে কেঁদে অন্য শাস্তি দেয়ার জন্য শিক্ষিকা মৌসুমী রায়ের কাছে আকুতি জানায়। এতে ক্ষীপ্ত হয়ে শিক্ষিকা বলেন আমি যা বলেছি তাই তোমাকে করতে হবে। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে তাই করতে বাধ্য করেন। এমনকি অন্যান্য শিক্ষার্থীকে এব্যাপারে কোন রকম উস্কানি দিলে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দেন।
ওইদিন বিকেলে ছাত্রীর অভিভাবকের পক্ষ হতে স্কুলের কেরানি আব্দুর রাজ্জক, শিক্ষক সামছুল হক এবং প্রধান শিক্ষিকা রোকেয়ার সাথে মোবাইলে যোগাযোগ করে বিষয়টি অবহিত করা হয়। এব্যাপারে তারা কিছুই জানেন না বলে তার অভিভাবককে জানান। পরদিন শুক্রবার স্কুল বন্ধ থাকার কারণে শনিবার দিন স্কুলে যেতে বলেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আস্বস্ত করেন।
পরে শনিবার ছাত্রীর অভিভাবক স্কুলে যান। সেখানে ঘটনার সত্যতা প্রমান করতে সাদিয়া সহ ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে প্রধান শিক্ষিকার সামনে বিষয়টি প্রমানিত হয়। তখন প্রধান শিক্ষিকা অতি দ্রুত সমাধান করবেন বলে আস্বস্ত করেন। কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পরদিন পত্র পত্রিকায় খবরটি প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে এবং মৌসুমী রায়কে বরখাস্ত করেন।