আজ শুক্রবার ২৯ জুলাই দুপুর ২ টার দিকে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম মুখী মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ১১ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
তবে পুলিশ জানিয়েছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। ধারণা করা হচ্ছে এতে মাইক্রো বাসে থাকা সবার মৃত্যু হয়েছে।
নিহতদের বাড়ি হাটহাজারীর উপজেলা চিকনদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।