সাগর আহমেদ বাহুবল থেকে: জ্বালানি সাশ্রয়ে বাহুবলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় বাহুবল বাজারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় রাত ৮ টার পর দোকান খোলা রাখায় তারেক হার্ডওয়্যারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এমতাবস্থায় ভ্রাম্যমান আদালতের সাথে অশুভ আচরণ ও সরকারী কাজে বাধ দেয়ায় কুতুবউদ্দিন নামে এক পথচারীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।