স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুরে বন্যপ্রাণী রক্ষায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে ।
এ সময় ৯টি বন্যাপ্রাণী উদ্ধার করা হয়। (২৮ জুলাই) বৃহস্পতিবার বর্ন্যপ্রাণী বিভাগ ও মাধবপুর থানা পুলিশের টিম সহ বর্ন্যপ্রাণী অভিযান সোসাইটি হবিগঞ্জ ও পাখি প্রেমিক সোসাইটির যৌথ ভাবে মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্ন্যপ্রাণী শিকারের অসংখ্য ফাঁদ, কাঁচা, অবৈধ আলামত সহ বন্ধিকৃত ০৯টি বর্ন্যপ্রাণী উদ্ধার করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বর্ন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী সহ বর্ন্যপ্রানী হবিগঞ্জ টিম,মাধবপুর থানার এসআই শুভ দে সহ থানা পুলিশের একটি সাহসী টিম, হবিগঞ্জ বন্যপ্রাণী অভিযান সোসাইটি সভাপতি ও পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসিসহ আরও অনেকেই।