বাহুবল প্রতিনিধি : বাহুবলে আলোচিত ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষক আলমগীর মিয়া(১৫)কে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
জানা যায়,বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে রবিবার নানার বাড়িতে বেড়াতে আসে মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের ৬ বছরের শিক্ষার্থী।
রবিবার ২৪ জুলাই বিকেলে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হলে এই সুযোগে প্রতিবেশী আব্দুল জাহির মিয়ার ছেলে মোঃ আলমগীর মিয়া ঐ শিশু শিক্ষার্থীকে তার নানার বসতঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় শিশুটির মামা ধর্ষক আলমগীর মিয়াকে ঝাপটে ধরার চেষ্টা করলে আলমগীর তাকে ধাক্কা দিয়ে পেলে চলে যায়।
এসময় ঐ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে নানা নানী ও মামা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সোমবার ২৫ জুলাই ঘটনাটি জানাজানি হলে এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লম্পট আলমগীর মিয়াকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার রাতে বাহুবল মডেল থানায় ভিকটিম শিশুকে সাথে নিয়ে তার নানা নানী লম্পট আলমগীর মিয়ার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করলে ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাসের দিক-নির্দেশনায় এস আই জালাল উদ্দীন একদল পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক আলমগীর মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এই আলোচিত শিশু ধর্ষণের ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক আলমগীর মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।