নতুন কুড়িঁ নিউজঃ ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হন।৷
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ে সৌন্দর্য বেষ্টিত আশ্রয়ন প্রকল্পের হিজরা জনগোষ্ঠীর সুবিধাভোগীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
এসময় নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষরা প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে দিন বদলের স্বপ্ন দেখছে ভুমিহীন গৃহহীন পরিবার । ভূমি ও ঘর পেয়ে সারাজীবনের দুঃখ লাঘব হবে এসব খেটে খাওয়া মানুষদের।
তাদের মধ্যে কারোরই বসবাসের কোন ঠিকানা ছিল না। ভিটেমাটিহীন খোলা আকাশের নিচে বস করত । সকালে সদর উপজেলা পরিষদের হল রুমে ২ শতাংশ জমি ও ঘরের কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান উপকারভোগীর মাঝে তুলে দেয়া হয় করেছেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সদরের ঘাগড়ায় ৬ টি দাপুনিয়া ৪ টি সিরতার ইউনিয়নের খরিচায় ৫ টি, চরসহাসাদিয়া ১৪ টি ও চরগোবদিয়ার কালিবাড়ীতে ২৬ টি মোট ৫৫টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হবে। এজন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এই উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এইচ এম ইবনে মিজান, উপজেলা কৃষি অফিসার তাহমিনা আক্তার আ’লীগ নেতা আব্দুস সালাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা প্রকৌশলী, উপকারভোগীগ উপস্হিত ছিলেন।