এফ আর হারিছ বাহুবল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে সারা দেশে ভূমিহীন, গৃহহীন ২৬ হাজার ২২৯টি পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
সারা দেশের ন্যায় আজ (২১জুলাই) বৃহস্পতিবার সকাল ৯.৪৫ টায় হবিগঞ্জের বাহুবল উপজেলা হলরুমে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাহুবল উপজেলার ভূমিহীন, গৃহহীন ৬৪টি পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
বাহুবল উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইশরাত জাহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন।
এসময় উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, মুক্তি যোদ্ধা কমান্ডার নুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়ামিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনসালটেন্ট ডাঃ জহির আহমেদ, মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ, লামাতাশি ইউনিয়ন চেয়ারম্যান আ,ক,ম উস্তার মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, উপকার ভোগী, বিভিন্ন সরকারি- বেসরকারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।