নতুন কুড়িঁ নিউজঃ কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার (১৮ জুলাই) হাঁটার রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলা ও বসতঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলারা সাতবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতবাড়িয়া উত্তরপাড়া নতুন বাড়ির মোস্তফিজুর রহমানের ছেলে সরোয়ার প্রকাশ মো. জুয়েলের (৩৯) ওপর সকালে একই গ্রামের বাহাদুর মজুমদারের নেতৃত্বে মাসুদ (৩২), আবুল কালাম (৫৫), পিতা- মাগন আলী, বাদশা মজুমদার (২০), পিতা- বাহাদুর মজুমদার, আরব আলী (৪৯), পিতা- সোয়াব আলী, ইকরাম হোসেন (২৫), পিতা- সেলিম, স্বপন (৩৯), পিতা- শাহ আলম, ফারুক (২৮), পিতা- সেলিম, মো. বাবু (২২), পিতা- শাহ আলম, মো. রিয়াদ (১৯), পিতা- শাহ আলম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জুয়েল ও তার বড় ভাই নুরুল হুদা, মা রহিমা খাতুনকে (৮০) মারাত্মক আহত করে এবং তাদের বসতঘর ভাংচুর করে।
সরোয়ার অভিযোগ করে বলেন, বাহাদুর ও মাসুদ আমাদের ঘরে রক্ষিত আলমারি ভেঙে ১ লাখ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং আমাদের বসতঘর ভাংচুর করে ২ লাখ টাকার ক্ষতিসাধন করে। আমার বড় ভাই এবং মাকে এলাকাবাসী এসে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে আমরা নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দাখিল করেছি।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খাস জায়গা দিয়ে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।