স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক হোটেল বাবুর্চির বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, আজ (১৮ জুলাই) সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে চুনারুঘাট সদরে অবস্থিত হোটেল মায়া এর বাবুর্চি গাজীপুর ইউনিয়নের আলী নগর গ্রামের মোঃ ইউসূফ মিয়া (২৬) সকলের অগোচরে বিষপান করে চটপট করতে থাকে।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিষ পানের কারন এখনও জানা যায়নি।