নতুন কুড়িঁ সিলেট নিউজ রিপোর্টঃ চুনারুঘাটের এসিল্যান্ড অফিসের আলোচিত সার্ভেয়ার মনিরুজ্জামান বরখাস্ত হওয়ার পরও বহাল তবিয়তে অফিস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুধু তাই নয়, নিয়মবর্হিভূতভাবে তিনি জমি মাপঝোকসহ স্বাভাবিকভাবে অফিসিয়াল কাজ চালিয়ে যাচ্ছেন।
বরখাস্ত হবার পরও অফিস করায় কর্মকর্তা-কর্মচারিসহ অনেকের মাঝে প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি অফিস করায় এসিল্যান্ড অফিসে
আসা ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
জানা যায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়। কিন্তু এরপরও তিনি অফিস করাসহ বিভিন্ন বিরোধপূর্ণ ভূমি মাপঝোকে যাচ্ছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন,
তিনি প্রতিপক্ষের দ্বারা বর্শীভূত হয়ে মাপঝোক করেন বলে বিরোধপূর্ণ জমির বিরোধ শেষ না হয়ে আরও জটিল আকার ধারণ করে। ফলে এলাকায় দাঙ্গা ফ্যাসাদ কমার চেয়ে বরং বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে এসিল্যান্ড মিল্টন চন্দ্র পাল জানান, মনিরুজ্জামানের বরখাস্ত বহাল আছে। তিনি অফিসে আসা যাওয়া করেন ঠিকই অফিসিয়াল কোনো কাজ করেন না।